Saturday, July 17, 2021

ফ্রিল্যান্সিং: জিরো থেকে হিরো হওয়ায় গল্প - পার্ট টু

টিউন বিভাগ
আমি মোঃ ফখরুল ইসলাম তবে অনলাইনে এবং নিজ এলাকায় নেট সাগর নামে পরিচিত। আমি 2011 সালে IITB বগুড়া থেকে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করি। অতঃপর ঢাকা বেস্কিমকো ডেনিম ডাইং এ জয়েন করি। ওইখানে জব করা অবস্থায় আমার ফ্রিল্যান্সিং শুরু।

Saturday, June 22, 2019

নেটসাগর: একজন বিদ্রোহী ফ্রিল্যান্সার; যত সমস্যা সব নিজেই সলভ করি।

সময়টা 2012, ওডেক্সে প্রথম কাজ পাই কিন্তু ক্লাইন্ট আমাকে পেমেন্ট করে না। আমি তখন টেকটিউনস এ ওডেক্সের বিরুদ্ধে একটি বিদ্রোহী ব্লগ লিখি। তারপর ওডেস্ক বাংলাদেশ সাপোর্ট টিম আমার ওই ব্লগ দেখে ওই ক্লাইন্ট কে চাপ প্রয়োগ করে টাকা দেবার জন্য। আলহামদুলিল্লাহ! 24 ঘন্টার মধ্যে আমি টাকা পেয়ে যাই। এটা হলো ওডেস্কে আমার প্রথম কাজ।

Friday, June 21, 2019

ফ্রিল্যান্সিং: জিরো থেকে হিরো হওয়ায় গল্প

অনেকদিন আগে থেকেই ভাবছি নিজেকে নিয়ে একটি ব্লগ লিখবো কিন্তু ব্যাস্ততা এবং অলসতার কারণে লেখা হয় না। আজ হঠাৎ করেই লিখা শুরু করে দিলাম।

Tuesday, January 5, 2016

আপওয়ার্ক এর পেমেন্ট এর নিয়মাবলী

টিউন বিভাগ
অনেকেই আপওয়ার্ক (UpWork) এ কাজ করতে গিয়ে প্রথমেই পেমেন্ট (Payment) এর নিয়ম নিয়ে সমস্যা পরেন। বুঝতে একটু ঝামেলা হয় যে আপওয়ার্ক এর পেমেন্ট কিভাবে দেয়া হয় বা কখন পাওয়া যায়। তাই এই পোস্ট এ আপওয়ার্ক এর পেমেন্ট এর নিয়মগুলোই তুলে ধরা হলো।

Tuesday, September 1, 2015

ফ্রিলেন্সিং থেকে যেভাবে প্রচুর পরিমাণ অর্থ আয় করবেন

টিউন বিভাগ
আপনার যদি কোন কাজের স্কিল থেকে থাকে তাহলে ফ্রীল্যান্সিং করে আপনি প্রচুর অর্থ আয় করতে পারবেন। তবে ফ্রীল্যান্সিং সোনার হরিণেরর সঠিক প্রয়োগ না করতে জানলে আপনার অর্থ প্রাপ্তি অধরাই থেকে যাবে। ফ্রীল্যান্সিং করতে হলে আপনাকে অবশ্যই কিছু বিশেষ দিক খেয়াল রাখতে হবে। অনেকেই আছেন যারা ফ্রীল্যান্সিং করতে চাচ্ছেন বা করছেন কিন্তু আশা-অনুরুপ ফল পাচ্ছেন না। তাঁদের জন্য ফ্রীল্যান্স হেল্পলাইনে আজকে কিছু টিপস দেয়া হল।

Copyright © 2014. Best Freelance Help
Design by Best Social Plan