আমারা অনেকেই পি.ছি.টি.তে কাজ করছি।যেমন-উদহারণ দিলাম না ,যারা করছে তারা মন খারাপ করবে ।আমি বলব এই সব করে আর কত দিন ?সুধু সময় ও মেধা নষ্ট ।আপনার যে মেধা আছে যা ঠিক জায়গায় খরচ করুন তাহলে তার বিনিময়ে হয়তবা কিছু করতে পারবেন।হয়তবা আপনার লাইফটাই পাল্টে যাবে ।
১.প্রফাইল এ ক্লিক করে আপনার পুরো তথ্য(যেমন:ঠিকানা ,যোগ্যতা,দক্ষতা) দিয়ে প্রফাইল ভরাট করুন ।
২.আপনার এমন কিছু আছে(যেমন:ডাটা এন্ট্রি,ডিজাইন প্রভিতি)থাকলে তা যোগ করে দিন।
এখন মূল জিনিস হলো আইডি ভেরিফিকেশন করা ,এক্ষেত্রে আইডি ভেরিফিকেশন এ ক্লিক করে প্রথম ফর্ম এ জাতীয় পরিচয় পত্র ওকে করে আপনার জাতীয় পরিচয় এর ডকুমেন্ট আপলোড করুন ।তারপর নেক্সট করুন ।দৃতীয় ফর্ম এ বাংক সিলেক্ট করে আপনার বাংক এর ডকুমেন্ট আপলোড করে দিয়ে ফিনিশ করুন।৭ দিনের মধ্যে ইমেল এ রেজাল্ট পাবেন।
যদি আপনার প্রফাইল তথ্য+জাতীয় পরিচয় পত্র+বাংক এর কাগজ একই তথ্যের হয় অর্থাত সবকিছু সেম হয় তাহলে আইডি ভেরিফিকেশন হয়ে যাবে নয় তো আবার আপনাকে জাতীয় পরিচয় পত্র+বাংক এর কাগজ জমা দিয়ে হবে।
এর পরও যদি কারো প্রফাইল ১০০ % কমপ্লিট না হয় তাহলে আমার এই পোস্ট থেকে
ওডেস্ক এর ৪ টা পরীক্ষা দিয়ে দিন ।দেখবেন আপনার প্রফাইল ১০০ % হয়ে গেছে ।
যখন আপনার প্রফাইল ১০০ % হয়ে যাবেন তখন আপনি ওডেস্ক এ কাজের বিট করলে
কাজ পাবেন ।
আমরা অনেকেই গ্রাফিক্স ডিজাইন ,ওয়েব ডিজাইন ,এইচ.টি.এম.এল , ইত্যাদি কাজ জানি ।তাহলে ঘরে বসে আছেন কেন ?আপনি কি জানেন আপনার মেধার কি দাম ?যার নেই সেই বুঝে।
ইন্টারনেট থেকে ইনকাম করে বড় হবার সবচেয়ে সহজ,সুন্দর ও বিশ্বাস যোগ্য প্রতিষ্ঠান হলো ওডেস্ক।আপনারা অনেকেই বলবেন ভাই এটা তো পুরাতন কথা।কাজের বিট করতে করতে বুড়া হয়ে গেলাম কিন্তু একটা কাজ ও পেলাম না।তাদের উদ্দেশে বলছি ধোর্য হারাবেন না ।কাজ পাবার কিছু মন্ত্র আছে যার মাধ্যমে অনেক কাজ পাবেন।
তাহলে চলুন শুরু করি ।যারা নতুন তারাও আমার সাথে শুরু করো ।প্রথমে এই লিঙ্ক থেকে ওডেস্ক এ একাউন্ট করে নেন।সঠিক ঠিকানা দিবেন কেননা আইডি ভেরিয়েশন করতে হবে।
ইন্টারনেট থেকে ইনকাম করে বড় হবার সবচেয়ে সহজ,সুন্দর ও বিশ্বাস যোগ্য প্রতিষ্ঠান হলো ওডেস্ক।আপনারা অনেকেই বলবেন ভাই এটা তো পুরাতন কথা।কাজের বিট করতে করতে বুড়া হয়ে গেলাম কিন্তু একটা কাজ ও পেলাম না।তাদের উদ্দেশে বলছি ধোর্য হারাবেন না ।কাজ পাবার কিছু মন্ত্র আছে যার মাধ্যমে অনেক কাজ পাবেন।
তাহলে চলুন শুরু করি ।যারা নতুন তারাও আমার সাথে শুরু করো ।প্রথমে এই লিঙ্ক থেকে ওডেস্ক এ একাউন্ট করে নেন।সঠিক ঠিকানা দিবেন কেননা আইডি ভেরিয়েশন করতে হবে।
এখন আপনার সঠিক তথ্য দিয়ে ফর্ম টি পূরণ করুন ।তারপর ইমেল ভেরিয়েশন করুন ।
১.প্রফাইল এ ক্লিক করে আপনার পুরো তথ্য(যেমন:ঠিকানা ,যোগ্যতা,দক্ষতা) দিয়ে প্রফাইল ভরাট করুন ।
২.আপনার এমন কিছু আছে(যেমন:ডাটা এন্ট্রি,ডিজাইন প্রভিতি)থাকলে তা যোগ করে দিন।
এখন মূল জিনিস হলো আইডি ভেরিফিকেশন করা ,এক্ষেত্রে আইডি ভেরিফিকেশন এ ক্লিক করে প্রথম ফর্ম এ জাতীয় পরিচয় পত্র ওকে করে আপনার জাতীয় পরিচয় এর ডকুমেন্ট আপলোড করুন ।তারপর নেক্সট করুন ।দৃতীয় ফর্ম এ বাংক সিলেক্ট করে আপনার বাংক এর ডকুমেন্ট আপলোড করে দিয়ে ফিনিশ করুন।৭ দিনের মধ্যে ইমেল এ রেজাল্ট পাবেন।
যদি আপনার প্রফাইল তথ্য+জাতীয় পরিচয় পত্র+বাংক এর কাগজ একই তথ্যের হয় অর্থাত সবকিছু সেম হয় তাহলে আইডি ভেরিফিকেশন হয়ে যাবে নয় তো আবার আপনাকে জাতীয় পরিচয় পত্র+বাংক এর কাগজ জমা দিয়ে হবে।
Thanks for best post
ReplyDeleteThanks for best post.
ReplyDeleteWelcome.
ReplyDeleteGood post.
ReplyDeleteThanks for the informative article. But one thing obscure, the bank papers. Would you please mention the name of bank paper.
ReplyDeleteধন্যবাদ এই দরকারি পোস্ট টি করার জন্য।
ReplyDelete