এফিলিয়েট মার্কেটিং এ আয় করা সবচেয়ে সহজ। ইন্টারনেট চালানোর সামন্য অবিজ্ঞতা থাকলেই- অল্প কিছু সময় নস্ট করে অনায়াশে আপনি মাসে একটা ভাল এমাউন্ট আয় করতে পারেন। কি ভাবে আয় করবেন এফিলিয়েট
মার্কেটিংএ তা এখন আপনাদের শিখিয়ে দিব। আমি আজ একটি সাইট এর সাথে পরিচয় করে দিবো যা থেকে আপনি এফিলিয়েট
মার্কেটিং এর মাধ্যমে লাইফটাইম আয় করতে পারবেন।
যেভাবে একাউন্ট করবেন:
প্রথমে এইখানে ক্লিক করে একটি একাউন্ট খুলে নিন। তারপর মিনু তে দেখুন Affiliates লিখা আছে, ঐখানে ক্লিক করুন। ক্লিক করলেই আপনার এফিলিয়েট লিংক পেয়ে যাবেন।
আপনার একাউন্ট এ যা দেখতে পারবেন:
১. আপনার এফিলিয়েট লিঙ্ক এর মাধ্যমে কত ভিসিটর আসলো তা আপনি দেখতে
পারবেন।
২. কোন সার্ভিস সেল হলো এবং কত ডলার আপনার আয় হলো, আপনি নিজেই দেখেত পারবেন এবং সরাসরি ১০% আপনার বাংক একাউন্ট চলে
যাবে।
৩. আপনি পেপাল,
স্ক্রীল,
অথবা বিকাশ এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।
৪. সর্বনিম্ন আপনি ১০$ উঠাতে পারবেন।
যেভাবে কাজ করবেন:
১. আপনার এফিলিয়েট লিঙ্ক ফেইসবুকে শেয়ার করতে করে।
২. বিভিন্ন ব্লগে পোস্ট করে, পোস্ট এর মধ্যে আপনার লিঙ্ক পাবলিশ করে।
৩. বিভিন্ন জায়গায় কমেন্ট করে, কমেন্ট এ আপনার লিঙ্ক শেয়ার করে।
এছারাও আপনার ব্লগ থাকলে আপনি আপনার ব্লগ এ- আপনার এফিলিয়েট লিংক প্রতিটি পোস্ট এর মধ্যে দিতে পারেন।
দ্রুত আয় করার উপায়:
প্রথমে ১০-১৫ টি yahoo ইমেইল খুলে নিন। তারপর https://answers.yahoo.com এ যান। এবার Yahoo/Answer এ এক সাথে ২তি কাজ করবেন। আপনি yahoo/answer -এ হেল্প চাওয়া Question গুলোর answer দিবেন এবং source এ ক্লিক করে আপনার এফিলিয়েট লিংক
দিবেন, তারপর সাবমিট এ ক্লিক করবেন। এইভাবে প্রতিটি ইমেইল দিয়ে ২০ টি করে answer দিবেন। ১০ টি ইমেইল দিয়ে কাজ করলে প্রতিদিন আপনি ২০০ টি কমেন্ট করতে পারবেন। এইভাবে ১-২ মাস কাজ করুন তারপর বসে থেকে আয় করুন। যে যত কমেন্ট করবেন , তার তত ভিসিটর আসবে এবং আয় হতে থাকবে লাইফটাইম।
অনেকেই ভালো আয় করতেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ ভালো থাকবেন।
No comments:
Post a Comment