Friday, June 8, 2012

কম্পিউটার কে দ্রুত চালান

টিউন বিভাগ

আপনার এখন আর কম্পিউটারে বসে থাকতে ভালো লাগেনা ।কেনান নতুনভাবে উইন্ডোজ দেবার পর ভালই চলে কিন্তু ২-৩ মাস হয়ে গেলে কম্পিউটার গরুরগাড়ি হয়ে যায় ।সারাদিন ধরে রিফ্রেশ করি কিন্তু কম্পিউটার আর পাতলা হয়না ।এর জন্য কতই না সফটওয়্যার ব্যবহার করি কিন্তু কাজ আর হয়না ।কেও ব্যবহার করি টেম্পরারি ডিলিট ,ছি-ক্লিনার ,এডভান্স সিস্টেম কেয়ার ,ঝারুদার ,রেম ক্লিনার
ইত্যাদি ।



সারাদিন কম্পিউটার এ কাজ না করে সুধু কম্পিউটার পরিস্কার করি কিন্তু যে গরুরগাড়ি
সেই গরুরগাড়িই থাকে ।

আমি আজ আপনাদের এই সমস্যার সমাধান দিবো এবং আপনাদের গরুরগাড়ি কম্পিউটারকে
রকেট বানিয়ে দিবো ।

সফটওয়্যার টির নাম প্লাটিনাম গার্ড ।এই সফটওয়্যার খুবই ভালো এবং এইটি মাইক্রোসফট
কোম্পানির একটি সফটওয়্যার ।

কিন্তু দুক্ষের বিষয় হলো বর্তমানে এই সফটওয়্যার বাজারে পাওয়া যাচ্ছে না ।
মন খারাপ করবেন না ।কারণ এই সফটওয়্যারটি আমার কাছে ফুল ভার্সন  আছে ।
আমি এই দুই মেগাবাইট এর সফটওয়্যার টি মিডিয়াফায়ার এ আপলোড করে দিয়েছি ।
আপনারা ডাউনলোড করে নিবেন ।

ডাউনলোড করার পর সফটওয়্যার টিকে ইনস্টল দিবেন তারপর রান করবেন ।
তারপর Start Smart Cleaning Process এ ক্লিক করুন ও ইয়েস বাটনে চাপ দিন ।
বাস আপনার কম্পিউটার এখন পুরোপুরি পরিস্কার হয়ে গেছে ।

এই সফটওয়্যার নিম্নলিখিত কাজগুলো সয়ংক্রিয়ভাবে করবে ।
ইন্টারনেটের এর যে সকল কাজ করবে

1 Internet Explorer Cash পরিস্কার করবে
2 Internet Explorer Cookies পরিস্কার করবে
3 Internet Explorer History পরিস্কার করবে

1 Mozilla Firefox Cash পরিস্কার করবে
2 Mozilla Firefox Cookies পরিস্কার করবে
3 Mozilla Firefox History  পরিস্কার করবে

1 Google Chrome Cash পরিস্কার করবে
2 Google Chrome Cookies পরিস্কার করবে
3 Google Chrome History পরিস্কার করবে

1 Opera Mini Cash পরিস্কার করবে
2 Opera Mini Cookies পরিস্কার করবে
3 Opera Mini History পরিস্কার করবে

কম্পিউটার এর যে সকল কাজ করবে

1 Windows Temporary Files পরিস্কার করবে
2 Local Temporary File পরিস্কার করবে
3 System Restore File পরিস্কার করবে
4 Recycle Bin পরিস্কার করবে
5 Clipboard Content পরিস্কার করবে
6 Windows DNS Cashes পরিস্কার করবে
7 Recent & Save Lest পরিস্কার করবে
8 Recent Documents List পরিস্কার করবে
9 Run Menu List পরিস্কার করবে

জিপ ফাইল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

3 comments:

  1. '1 Internet Explorer Cash'
    cash কি জিনিষ ভাই, শুনছি cache বইলা একটা শব্দ আছে...

    ReplyDelete
  2. ভাই Cash এক ধরনের ময়লা,আমরা ইন্টারনেট ব্যবহার করলে ব্রাউজার এর মাধ্যেম এই ময়লা আমদের কম্পিউটার এ আসে.

    ReplyDelete

Copyright © 2014. Best Freelance Help
Design by Best Social Plan