ওডেস্ক এ প্রথম একটা কাজ পাওয়াই ঝামেলা।নতুন বলে অনেক বায়ার কাজ দিতে চান না।তাই আমি বলবো ওডেস্ক কে পেশাগত ভাবে নিতে চাইলে প্রথমে ৫-১০ ডলার এর কাজ বিড করুন যাতে ছোট কাজ দিতে বায়ার এর কোনো সংকয বোধ না হয় ।তারপর কষ্টকরে কাজটি করুন ,হয়েগেলো ১ টি ফিডব্যাক ।আর আপনি নতুন নন -এখন আপনি যে ধরনের কাজ পাবেন ঠিক সেই ধরনের কাজই বিড করুন ।যে কাজটি আপনি পারেন না বা কখনই করেন নি ভুলেও সেই ধরনের কাজ বিড করবেন না কারণ বায়ার হায়ার করলে তখন বিপদে পড়ে যাবেন ।এছাড়াও মনে রাখবেন একবার খারাপ ফিডব্যাক পেলে তখন কাজ পাওয়া খুবই ঝামেলা হবে।তাই যে কাজটি আপনি ভালো পারেন ঠিক সেই কাজটি বিড করুন এবং কাজটি খুবই যত্ন সহকারে শেষ করে বায়ার কে দিয়ে দিন একটা কথা মনে রাখবেন সবসময় বায়ার এর সাথে ভালো সম্পর্ক রাখবেন তাহলে বায়ার এর যখন পুনরায় কাজের দরকার হবে তখন আপনাকেই হায়ার করবে। আমি তার দৃষ্টান্ত প্রমান।
ছোট ছোট কাজ করুন
আমি একটি বায়ার এর কাজ ১৩ ডলার এর মধ্যমে নিয়ে ছিলাম এবং এক দিনেই করে দেই।বায়ার তখন খুশি হয়ে আরো ৫ ডলার এর কাজ দেয় ,আমি সেটিও করে দেই ।গতকাল এই বায়ার আমার স্কাইপে রিকুয়েস্ট পাঠিয়েছে তাকে আড্ করার জন্য ।আমি আড্ করা মাত্র বায়ার আমার সাথে চ্যাটিং করা শুরু করলো।সে বললো আমার নতুন কাজ আছে তুমি কি করে দিবে ?আমি বললাম আপনার কি ধরনের আর্টিকেল লাগবে ?বায়ার তার কিওয়ার্ড পাঠিয়ে দিলো।আমি ৩০ মিনিট সময় নিয়ে একটি সেম্পল বানিয়ে তাকে দিলাম ।বায়ার আমার সেম্পল পছন্দ করলো তাই আবারও ১৫ ডলার এর কাজ দিলো ।অনেকেই ভাবছে এতো ছোট ছোট কাজ নিয়ে আবার গল্প মারছে।আমার প্রফাইল দেখুন -এই ছোট ছোট কাজ করেই মাত্র ১৫ দিনে ২৫০ ডলার আয় করেছি তাই কোনো বায়ার এর কাজ শেষ হলেই আগেই তাকে ফিডব্যাক দিয়ে বিদায় করবেন না একটা কথা মনে রাখবেন ,বায়ার এর কাজ শেষ হলে বায়ার নিজেই আপনাকে ফিডব্যাক দিয়ে চলে যাবে।তারপর আপনি ফিডব্যাক দিন ।
কি করবেন
ওডেস্ক থেকে উপরে উঠা খুবই সহজ কারণ আপনি যদি ভালো ওয়েব ডেভোলাপার,ওয়েব ডিজাইন,গ্রাফিক্স ডিজাইন ,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজ পরেন তাহলে তো কথাই নেই।আপনার বড় হওয়া কে ঠেকায়?প্রথম অবস্থায় হয়তবা কাজ পেতে দেরি হবে কিন্তু ১-২ টি কাজ শেষ করলেই দেখবেন কাজ করে শেষ করতে পারবেন না তখন লোক নিয়ে কাজ করাতে হবে তাই নিজের উপর সবসময় আস্থা রাখবেন।
No comments:
Post a Comment