আমি আজ সোসাইল মিডিয়া মার্কেটিং(Social Media Marketing) সম্পর্কে আলোচনা করব ।কারণ বর্তমানে ওডেস্ক এ Social Media Marketing এর কাজ বেশি দেখা যাচ্ছে।Social Media Marketing এর মধ্যে পরে ফেইসবুক,টুইটার,পিন্টারেস্ট ইত্যাদি ।ওডেস্ক এ এইসব কাজের প্রচুর চাহিদা ।আমার মনে হয় এর চেয়ে কোনো সহজ কাজই নেই ।Social Media Marketing এর কাজ বিভিন্ন ধরনের হতে পারে ।যেমন :
১.ফেইসবুক খোলা ,ফেইসবুক লাইক ইত্যাদি ।
২.টুইটার খোলা,ফলোয়ার ,টুইস্ট ইত্যাদি ।
৩.পিন্টারেস্ট খোলা , পিন দেওয়া ,রি-পিন দেওয়া ,বোর্ড ক্রিয়েট করা ,ফলোয়ার ইত্যাদি ।
এর জন্য আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিয়ে হবে ।যারা এই সব কাজ করতে চান তারা কিছু ফেইসবুক খুলে লাইক সংখা বাড়িয়ে রাখতে পারেন,টুইটার খুলে ফলোয়ার এর সংখা বাড়িয়ে রাখতে পারেন ,পিন্টারেস্ট খুলে ফলোয়ার,বাড়িয়ে রাখতে পারেন ।তাহলে এই ধরনের কাজ পেলেই সরাসরি বায়ার কে দিতে পারবেন ।এই ধরনের কাজ করে রাখলে তা বৃথা যাবে না ।কারণ এই ধরনের হাজার হাজার কাজ ওডেস্ক ,ফ্রীল্যান্সার,গুরু,ইলেন্স এ পাওয়া যায় ।তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে পারেন ।
No comments:
Post a Comment