Wednesday, October 10, 2012

ওডেস্ক: সোসাইল মিডিয়া মার্কেটিং

টিউন বিভাগ
আমি ওডেস্ক নিয়ে কিছু আলোচনা করব । সাথে নতুন্দের কিছু কাজ শিখিয়ে দিবো । আমি একটা কথা বুঝতে পারছিনা অনেকেই এখনও ওডেস্ক এ দিনের পর দিন কাজের বিড করে যাচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না কেন ? এই নিয়ে আমি অনেক ভেবেছি ।আশা করি যারা এখনও ওডেস্ক এ যারা জিরো তাদের জন্য কিছু করবো । আমি আপনাদের জন্য আলাদা ভাবে একটি গিগা টিউন করব ।আজ আমি আলোচনা করব সোসাইল মিডিয়া মার্কেটিং(SMM) নিয়ে । যারা ওডেস্ক এ নতুন তারা চাইলে সোসাইল মিডিয়া মার্কেটিং(SMM) দিয়েই আপনাদের যাত্রা শুরু করতে পারেন ।
সোসাইল মিডিয়া মার্কেটিং(SMM) সাইট গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাইট গুল হলঃ Facebook, Twitter , Youtube, Linkedin, Pinterest,Google+1, ইত্যাদি । এছাড়াও অনেক SMM সাইট/স্যোসাল নেটওয়ার্কিং সাইট আছে । কিন্তু এ গুলর কাজ ওডেস্ক সবচেয়ে বেশি পাওয়া যায়।

নিচে কিছু সোসাইল মিডিয়া মার্কেটিং(SMM) সাইট এর ঠিকানা দেওয়া হলঃ

www.facebook.com, www.twitter.com, www.pinterest.com, www.youtube.com, www.plus.google.com, www.linkedin.com, www.tagged.com, www.myspace.com, www.orkut.com, www.quepasa.com, www.blogger.com, www.wordpress.com, www.flickr.com, www.picasa.com, www.google.com/buzz, www.badoo.com, www.bebo.com, www.buzznet.com ।

সোসাইল মিডিয়া মার্কেটিং(SMM) এর কাজ করতে হলে এই সাইট গুল সম্পর্কে আপনার স্বচ্ছ ধারনা থাকতে হবে । আর যদি না থাকে তাহলে এখনি সবগুলতে অ্যাকাউন্ট করে চেনা সুরু করুন/এই সাইট গুল তে কিভাবে কাজ করে তা শিখা আরাম্ভ করুন । একটা কথা মনে রাখবেন ,যেটি শিখবেন সেটি আপনার সারা জীবন কাজে লাগবে ।এছারাও আপনারা স্যোসাল বুকমার্কিং এর কাজ শিখতে পারেন ।


নিচে কিছু স্যোসাল বুকমার্কিং সাইট এর ঠিকানা দেওয়া হলঃ


www.google.com/bookmarks, www.slashdot.org, www.digg.com, www.stumbleupon.com, www.reddit.com, www.squidoo.com, www.delicious.com, www.technorati.com, www.kojaxx.com ।

SMM এর ক্ষেত্রে ওডেস্ক Client রা বেশির ভাগ চায়ঃ Facebook Page Like, Pacebook Photo Like, Fan Page Like, Facebook Fans, Twitter Follower, Google+1, YouTube Viewer, Pinterest Pin/Repin, Pinterest Follower, ইত্তাদি ।এইগুল পাওয়া খুব কঠিন কাজ না । অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে এগুলো আনলিমিটেড পাওয়া যায় ।


এগুলো পাবার জন্য নিচে সেরা কিছু সাইট এর ঠিকানা দেওয়া হলঃ


www.socialclerks.com, www.twiends.com, www.plusfollower.info, www.growlike.com
এছাড়াও Like, Follower, +1, Viewer, ইত্তাদি পাবার অনেক সাইট আছে ।গুগলে সার্চ দিলে অনেক সাইট পাওয়া যায় ।তবে আমার www.socialclerks.com, www.twiends.com বেশি ভাল লাগে ।

যারা নতুন এবং যারা অনেক দিন যাবত কাজ পাচ্ছেন না তারা SMM দিয়েই অনলাইন আয় এর যাত্রা শুরু করতে পারেন । আজ আর বেশি কিছু লিখব না ।কারন আমার ল্যাপটপ এর ব্যাকআপ শেষের দিকে । আশাকরি সবাই ভাল থাকবেন এবং মনোযোগ দিয়ে কাজ শিখবেন । আগামি পর্বে আবার অন্যকিছু নিয়ে হাজির হব ।

আমার সাথে যোগাযোগ করার কিছু মাধ্যমঃ

Facebook:  www.facebook.com/sagorengineer
Twitter:  www.twitter.com/engineersagor






1 comment:

  1. না ভাই । এই সব ঠিকানায় আপনি ফ্রী একাউন্ট করতে পারবেন ।

    ReplyDelete

Copyright © 2014. Best Freelance Help
Design by Best Social Plan