Sunday, December 16, 2012

এইভাবে বাংলাদেশ ফ্রিলেন্সিংএ পিছিয়ে যাচ্ছে

টিউন বিভাগ

কেমন আছেন সবাই?আমি ভালো আছি।ওডেস্ক নিয়ে এত ভালো ভালো টিউন টেকটিউনসে প্রকাশিত হচ্ছে তারপরও অনেকেই ওডেস্ক কি তা না জেনে -না বুঝে একাউন্ট করে বিড করে যাচ্ছে।আমি নিজেও ওডেস্ক নিয়ে অনেক ভালো ভালো টিউন লিখেছি বা লিখার চেষ্টা করতেছি।।আমি যখন বিড করতে যাই,অনেকেরই প্রফাইল এর কোয়ালিটি দেখি।বাংলাদেশের অনেক প্রফাইল আছে সেগুলো এমন ভাবে তৈরী করা আছে বিড করলে কাজ দিতে বাধ্য।আবার অনেক প্রফাইল আছে যেগুলো বায়ার দেখলেই পরবর্তী জব পোস্ট করার সময় বলে দেয় "এই জবে বাংলাদেশের কেও বিড করবেন না।"কেন বলে এই কথা?


ওডেস্ক এ কাজ করার চিন্তা করার আগে নিজেকে তৈরী করতে হবে।সুধু তাই নয় ,আপনি যে বিষয় টার উপর ওডেস্ক এ কাজ করতে চান সেই বিষয়টা ভালোভাবে শিখতে হবে।তবেই আপনি ভালো কিছু করতে পারবেন।আর প্রফাইল খুব সুন্দরভাবে তৈরী করতে হবে।অযথা ওডেস্ক কি তা না বুঝেই একাউন্ট করতে যাবেন না এবং প্রফাইল সুন্দর ভাবে সাজানো না থাকে বিড করতে যাবেন না।আগে আপনি তৈরী হন তারপর আপনার প্রফাইল কে আপনার মতো করে তৈরী করুন।যাতে প্রফাইল এ এসে কোনো বায়ার ফিরে না যায়।
কিছু কিছু প্রফাইল আছে যেগুলো বায়ার দেখলেই বুঝতে পারে বাংলাদেশের ফ্রিলান্সার দের অবস্থা!ফ্রিলান্সিং পেশা বাংলাদেশের যুবসমাজের ভবিষ্যত।তাই কেও ফ্রিলেন্সিং এ বাংলাদেশের অবস্থান নষ্ট করবেন না বা করতে দিবেন না।
  • করো নাম যদি হয় মেটা মেটা।
  • প্রফাইল এ যদি থাকে ভোটার আইডি কার্ড।
  • Overview এ যদি সুধু থাকে কয়েকটা লিঙ্ক।
  • Employer history যদি হয় ফেইসবুক লাইক।
  • Education যদি হয় ডক্টরেট লাইক।
  • Certificate যদি হয় ফেইসবুক লাইক।
তবে বাংলাদেশের ফ্রিলান্সার দের ভবিষ্যত কি?এটাই কি বাংলাদেশের ফ্রিলান্সিং কেরিয়ার?

No comments:

Post a Comment

Copyright © 2014. Best Freelance Help
Design by Best Social Plan