যা যা লাগবে:
১. ভালো একটা কম্পিউটার২. ইন্টারনেট কানেকশন
৩. এবোভ ড্রিমওয়েভার সফটওয়্যার
৪. মোজিলা ফায়ারফক্স ব্রাওজার।বাস এখন আপনি নিজেই শিখতে পারবেন।আসুন তাহলে জিনিস গুলো কালেক্ট করে নেই।
শুরুতে আমার এবোভ ড্রিমওয়েভার সফটওয়্যার এখান থেকে ফুল ভার্সন ডাউনলোড করে নিবো।তারপর www.webcoachbd.com বা www.w3schools.com থেকে শেখা শুরু করবো।
আপনাকে যা যা শিখতে হবে:
১. এইচটিএমএল২. ছি.এস.এস
৩. জাভাক্রিপ্ট
৪. পি.এইচ.পি
৫. ডাটাবেজ
৬. ডোমেইন
৭. হোস্টিং
৮. জুমলা
৯. ওয়ার্ডপ্রেস
এগুলো সব শিখলে আপনি একজন ওয়েব ডেভেলপার হয়ে যাবেন। এছারাও আপনাকে ফটোসপ এর কাজ ভালোভাবে শিখতে হবে।সুধু তাই নয় আপনাকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা থাকতে হবে।এখন সবাই ফ্রিল্যান্স এর দিকে ঝুকে পরেছে।আপনিও একজন ভালো ওয়েব ডেভেলপার হয়ে ফ্রিল্যান্স করতে পারবেন।তাহলেই আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন।এতে আপনার ভবিষ্যত সুন্দর হবে।