Thursday, December 20, 2012

ওয়েব ডেভেলপমেন্ট শিখুন এবং নিজের ভবিষ্যত সুন্দর করুন

বর্তমান যুগে উপরে উঠার জন্য ওয়েব ডেভেলপমেন্ট এর দরকার সবচেয়ে বেশি।আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হল তাহলে আপনি অনেক দুরে এগিয়ে যেতে পারবেন।আপনি ইচ্ছা করলে চাকুরী করতে পারবেন বা ফ্রিল্যান্স করতে পারবেন।ওয়েব ডেভেলপমেন্ট অনেক প্রতিষ্ঠান শিখায় ,তারা কমপক্ষে ২০-৩০ হাজার টাকা নিয়ে থাকে।আপনি ইচ্ছা করলে ঘরে বসেই ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন।এ জন্য আপনাকে কোথাও যেতে হবে না।


যা যা লাগবে:

 ১. ভালো একটা কম্পিউটার
২. ইন্টারনেট কানেকশন
৩. এবোভ ড্রিমওয়েভার সফটওয়্যার
৪. মোজিলা ফায়ারফক্স ব্রাওজারবাস এখন আপনি নিজেই শিখতে পারবেন।আসুন তাহলে জিনিস গুলো কালেক্ট করে নেই।


শুরুতে আমার এবোভ ড্রিমওয়েভার সফটওয়্যার এখান থেকে ফুল ভার্সন ডাউনলোড করে নিবো।তারপর www.webcoachbd.com বা www.w3schools.com থেকে শেখা শুরু করবো। 


আপনাকে যা যা শিখতে হবে:

১. এইচটিএমএল
২. ছি.এস.এস
৩. জাভাক্রিপ্ট
৪. পি.এইচ.পি
৫. ডাটাবেজ
৬. ডোমেইন
৭. হোস্টিং
৮. জুমলা
৯. ওয়ার্ডপ্রেস

এগুলো সব শিখলে আপনি একজন ওয়েব ডেভেলপার হয়ে যাবেন। এছারাও আপনাকে ফটোসপ এর কাজ ভালোভাবে শিখতে হবে।সুধু তাই নয় আপনাকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা থাকতে হবে।এখন সবাই ফ্রিল্যান্স এর দিকে ঝুকে পরেছে।আপনিও একজন ভালো ওয়েব ডেভেলপার হয়ে ফ্রিল্যান্স করতে পারবেন।তাহলেই আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন।এতে আপনার ভবিষ্যত সুন্দর হবে
Copyright © 2014. Best Freelance Help
Design by Best Social Plan