Friday, August 28, 2015

ওয়ার্ডপ্রেস ব্যবহারের সাধারণ গাইড একনজরে শিখে নিন

আপনি যদি না জানেন যে ওয়ার্ডপ্রেস (WordPress) কি তবে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে আমাদের আগের টিউন (যেসব কারণে ওয়ার্ডপ্রেস শেখা আপনার জন্য জরুরী) দেখতে পারেন। সেখানে পর্যাপ্ত তথ্য রয়েছে যা আপনাকে ওয়ার্ডপ্রেস কি তা জানতে সহায়তা করবে।
ওয়ার্ডপ্রেস ব্যবহার করা তুলনা মূলক অনেক সহজ। কারণ এর সহজ এবং ব্যবহার বান্ধব ডিজাইন, মেনু এবং অন্যান্য বৈশিষ্টর কারণে। আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেস শিখে নিতে পারবেন এবং সেই সাথে সহজেই যেকোনো পরিবর্তন, টিউন ইত্যাদি করতে পারবেন। এজন্য আপনাকে কোডিং শিখার ঝামেলাতেও যেতে হবে না।
  • আপনার ওয়ার্ডপ্রেস সাইটে কোন কিছু বদলাতে হলে প্রথমে লগইন (Login) করুন।
  • WordPress লগইন করার পরে ড্যাশবোর্ড (Dashboard) আসবে যা আপনার প্রধান এডমিনিস্ট্রেটর (Administrator) হোমপেজ (Homepage).
  • WordPress ড্যাশবোর্ড ও অন্যান্য সকল পেজের উপরের দিকে আপনার সাইটের নাম (Title) দেখতে পাবেন।
  • যখনি ওয়ার্ডপ্রেসে কোন নতুন সুবিধা যোগ হবে, আপনি তা ‘নিউ ফিচার পয়েন্টার’ হিসেবে দেখতে পাবেন। এই পয়েন্টারটির নিচে ডিসমিস বাটনে ক্লিক করলে পয়েন্টারটি চলে যাবে।
  • আপনি যদি আপনার সাইটে এডমিনিস্ট্রেটর হিসেবে লগইন করে ঢোকেন, তাহলে স্ক্রিনের (Screen) উপরের দিকে টুলবার (Toolbar) দেখতে পাবেন। কিন্তু লগইন না করে ঢুকলে দেখতে পাবেন না। অর্থাৎ আপনার ভিজিটররাও (Visitor) লগইন না করলে এই টুলবারটি দেখতে পাবে না।
  • আপনার ব্লগের থিম (Theme) বদল করতে এবং ব্লগ (Blog) টিউমেন্ট (Comment) দেখতে অথবা এডিট করতে টুলবার অপশনটি খুবই কাজের একটি ফিচার। এছাড়াও নতুন টিউন, পেজ, মিডিয়া (Media) অথবা ইউজার (User) যোগ করতে, কোন পেজ অথবা টিউন এডিট করতে, সাইট সার্চ করতে, নিজের প্রোফাইল দেখতে অথবা এডিট করতে এবং আপনার সাইট থেকে এডমিনিস্ট্রেটর হিসেবে লগআউট করতে এই ফিচারটি (Feature) কাজে লাগে।
  • ওয়ার্ডপ্রেস তৈরি করা হয়েছে মূলতঃ টিউন এবং পেজ-এই দুটি ধারণার উপর ভিত্তি করে। টিউন হচ্ছে ব্লগ এন্ট্রি। আর পেজ হচ্ছে স্ট্যাটিক (Static) কনটেন্ট। টিউনকে আপনি এর ধরণ অনুযায়ী ভাগ করতে এবং ট্যাগ করতে পারবেন। কিন্তু পেজে আপনি এই দুটোর কোনটাই করতে পারবেন না।
  • আপনার যদি ব্লগ টিউনের ফরম্যাট (Format) পছন্দ না হয় তাহলে তা বদলাতে পারবেন।
  • ইমেজ (Image) বাটনের মাধ্যমে আপনি আপনার ইচ্ছেমত ছবি (Photo) অথবা ভিডিও (Video) যুক্ত করতে পারবেন।
আমার ওয়েবসাইট - https://bestsocialplan.com

No comments:

Post a Comment

Copyright © 2014. Best Freelance Help
Design by Best Social Plan