Saturday, June 22, 2019

নেটসাগর: একজন বিদ্রোহী ফ্রিল্যান্সার; যত সমস্যা সব নিজেই সলভ করি।

সময়টা 2012, ওডেক্সে প্রথম কাজ পাই কিন্তু ক্লাইন্ট আমাকে পেমেন্ট করে না। আমি তখন টেকটিউনস এ ওডেক্সের বিরুদ্ধে একটি বিদ্রোহী ব্লগ লিখি। তারপর ওডেস্ক বাংলাদেশ সাপোর্ট টিম আমার ওই ব্লগ দেখে ওই ক্লাইন্ট কে চাপ প্রয়োগ করে টাকা দেবার জন্য। আলহামদুলিল্লাহ! 24 ঘন্টার মধ্যে আমি টাকা পেয়ে যাই। এটা হলো ওডেস্কে আমার প্রথম কাজ।




সময়টা 2013, ফ্রিল্যান্সার ডট কমে একটি কাজ পাই কিন্তু আমি মাইলস্টোন না বুঝার কারণে ক্লাইন্টের কাছে ধোকা খাই। এরপর আবার ফ্রিল্যান্সার ডট কম কে নিয়ে টেকটিউনস এ আরেকটি বিদ্রোহী ব্লগ লিখি।

এছাড়াও পাইওনিয়ার থেকে 2015 সালে মোটা অংকের টাকা চুরি হয়েছিল যা ডিসপুট মেরে আবার ব্যাক এনেছিলাম। ইনশাল্লাহ! যেকোনো পেমেন্ট ডিসপুট মেরে আবার রিটার্ন আনার ক্ষমতা অনলাইন থেকে অর্জন করেছি।

আমি এখন মার্কেটের বাহিরে কাজ করি তাই পেপ্যাল এই পেমেন্ট একসেপ্ট করি। প্রায় প্রতি মাসেই ক্লাইন্টরা দুই চারটা করে ডিসপুট মারে। কিন্তু আমি ক্লাইনদের হাত-পা না ধরে ডাইরেক্ট পেপ্যাল কে কাজের প্রুভ দিয়ে টাকা আবার রিটার্ন নিয়ে আসি। একটু আগেই $371 ডলার রিটার্ন আসলো; মানে এই কেস ও আমি বিজয়ী। আমি পেপ্যাল ডিসপুট খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারি এবং এটি হলো আমার অনলাইন ক্যারিয়ারের মূল প্লাস পয়েন্ট/শক্তি।

আমার মতো বিদ্রোহী ফ্রিল্যান্সার আর কেও আছেন? থাকলে সারা দিন! আপনার অভিজ্ঞতার কথা শুনে আমি আরো এক্সপার্ট হতে চাই এবং আরো জ্ঞান অর্জন করতে চাই।

আমার সাথে যোগাযোগ:

ফেইসবুক প্রোফাইল: https://www.facebook.com/InternetSagor
ফেইসবুক পেজ: https://www.facebook.com/netsagor
টুইটার: https://twitter.com/netsagor
লিংকেডিন: https://www.linkedin.com/in/netsagor/
ওয়েবসাইট: https://www.netsagor.com/ |

No comments:

Post a Comment

Copyright © 2014. Best Freelance Help
Design by Best Social Plan